ছাত্র বলাৎকারের অভিযোগে নাটোরের বাগাতিপাড়ায় ‘ইকরা ইসলামিক স্কুলে’র প্রধান শিক্ষক মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মে) রাতে থানায় ওই শিক্ষার্থীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই রাতেই ইকরা ইসলামিক স্কুলে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমানকে গ্রেফতার করা গ্রেফতার করে বাগাতিপাড়া থানা পুলিশ।
অভিযুক্তক মিজানুর রহমান গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত খয়রাতুজ্জামানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল রাতে তমালতলা ইকরা ইসলামিক স্কুলের স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান ওই ছাত্রকে খেদমতের জন্য ডাইনিং রুমে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার করেন। পরে এ ঘটনা কাউকে বলতে নিষেধ করেন। ঈদুল ফিতরের ছুটি শেষে ওই ছাত্র স্কুলে যেতে চাচ্ছিলো না। পরিবার থেকে তাকে স্কুলে যাওয়ার জন্য চাপ দিলে সে তার পরিবারকে ঘটনা খুলে বলে। পরে মঙ্গলবার রাতে ওই ছাত্রের মা ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ছাত্রের মা একটি লিখিত অভিযোগ করেন। পরে ওই রাতেই ইকরা ইসলামিক স্কুলে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।