নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে এখনো পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্তের পজেটিভ রোগী শনাক্ত হয়নি। আজ রবিবার পর্যন্ত প্রেরিত ২২৩ টি নমুনার মধ্যে মধ্যে ১৪৪ টির ফলাফল নেগেটিভ পাওয়া গেছে। এর মধ্যে একটি নমুনা অকার্যকর। ৭৯ টির ফলাফল এখনো পাওয়া যায়নি। নাটোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, আজ রবিবার ৬০টি নমুনা প্রেরণ করা হয়েছে।
সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান জানান, প্রতিরোধই উত্তম চিকিৎসা তাই নির্দেশাবলী মেনে ঘরে থাকুন, সুস্থ থাকুন সবাইকে সুস্থ রাখুন।
এদিকে গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার ও ২৫ এপ্রিল শনিবারের ‘আইইডিসিআর’ ওয়েবসাইটের তথ্য নিয়ে নাটোরে ধূম্রজালের সৃষ্টি হয়। পরে এ বিষয়টি পরিস্কার করে সিভিলসার্জন অফিস জানানো হয়- আক্রান্ত দুইজন নাটোরের বাসিন্দা হলেও উনারা ঢাকায় থাকেন এবং সেখানেই আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।