নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার নিজস্ব তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পৌর এলাকার ১৩ জন খতিব, ৪৮ জন ইমাম ও ৩৯ জন মোয়াজ্জিনকে সম্মাণী প্রদান করা হয়েছে। পৌর মেয়র কেএম জাকির হোসেন সকলের হাতে সম্মাণির নগদ টাকা তুলে দেন।
সোমবার পৌর মিলনায়তনে সচিব আব্দুল হাইয়ের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন মেয়র কেএম জাকির হোসেন, ইমাম কল্যান সমিতির সভাপতি মাওলানা মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল মান্নান, কাউন্সিলর মোস্তাফিজুর রহমান, বোরহান উদ্দীন, আতাউর রহমান, দুলাল হোসেন, সোনাভান বেগম প্রমূখ। সার্বিক সহযোগিতা করেন হিসাবরক্ষণ অফিসার দেলোয়ার হোসেন।