প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর)
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এস. আর. পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইন্স্টিটিউটের(পাটোয়ারী স্কুল ) বুধবার ২দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, উপজেলা চেয়ারম্যান ডা. এম সিদ্দিকুর রহমান পাটোয়ারী, প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। বৃহস্পতিবার অধ্যক্ষ গৌরপদ মণ্ডলের সভাপতিত্বে আয়োজিত নবীন বরণ কৃতি শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রউফ, উপজেলা শিক্ষা অফিসার এ কে এম রেজাউল হক, এস এম আনোয়ার হোসেন, ইব্রাহীম হোসেন নাহিদ প্রমুখ। অনুষ্ঠানের শেষাংশে স্থানীয় এবং অতিথি শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।