নাটোরের বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজে ১৭তম বি.সি.এস (সাধারণ শিক্ষা) ক্যাডারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বাংলা বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম খাঁন (৫০৪৬) অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন।
এর আগে গত ৩ জুলাই, ২০২৪খ্রি. শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্বের কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে ১০ জুলাই, ২০২৪খ্রি. তারিখের মধ্যে বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করার জন্য আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনের আদেশ অনুযায়ী অধ্যাপক মো. নজরুল ইসলাম খাঁন গতকাল (৮ জুলাই) ডিজিতে যোগদান শেষে আজ (৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
নজরুল ইসলাম খাঁন সর্বশেষ নাটোরের আব্দুলপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
নতুন অধ্যক্ষ যোগদান প্রসঙ্গে বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. আমিনুল হক মতিন বলেন, “ঘন কালো অন্ধকার রাত্রির পরে যেমন সু-স্নিগ্ধ সুভাসিত সকাল আমাদের সামনে হাজির হয়, ঠিক তেমনি বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজে আজকে সুভাষিত আলোর রেখা উদ্ভাসিত হল। নতুন অধ্যক্ষ মহোদয় নিশ্চয়ই আমাদের ভালো কিছু উপহার দেবেন।”
দায়িত্বভার গ্রহণ শেষে নবনীযুক্ত অধ্যক্ষ নজরুল ইসলাম খান বলেন,”আমার এই নতুন পথ চলায় সকল শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সুধীজনসহ সকলের সহযোগিতা চাই। বড়াইগ্রামে নিজেকে স্মরণীয় করে রাখে যেতে চাই।”
এ প্রসঙ্গে স্থানীয় সাংসদ ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, “অধ্যাপক নজরুল ইসলাম খাঁন সাহেবকে আমার নির্বাচনী এলাকার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেইসাথে দুষ্টের দমন করে এই প্রতিষ্ঠানকে একটি স্মার্ট ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন এটাই আমার প্রত্যাশা।”