বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম পৌরসভা এলাকার ৬ কিলোমিটার রাস্তার বেহাল দশা । সোমবার সকালে সরেজমিনে দেখা গেছে বড়াইগ্রাম থানার মোড় থেকে মানিকপুর হাট পর্যন্ত দীর্ঘ এই ছয় কিলোমিটার রাস্তাটি কর্তৃপক্ষের উদাসীনতার কারণে তৈরি করেছে বেহাল দশা ও অস্বাস্থ্যকর পরিবেশ । ডিস্ট্রিক্ট বোর্ডের এই রাস্তা সংস্কারের কাজ শুরু হয় গত দুই বছর আগে, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের গরিমশি এবং সড়ক ও জনপথ বিভাগের উদাসীনতার কারণে রাস্তাটি সংস্কারের কাজ শেষ হয়নি। রাস্তাটির ডব্লিউ বি এম করার পরে ফেলে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে, এমতাবস্থায় গাড়ি চলাচলের ফলে ও বাতাসে আশেপাশের বাড়িঘর, দোকানপাট, পার্শ্ববর্তী হাইস্কুল ,হাসপাতাল ,থানা সহ সমস্ত জায়গায় ধুলাবালির স্তর পড়ে যাচ্ছে । সরেজমিনে তদন্ত করে দেখা যায় রাস্তার আশেপাশের গাছপালার, বাড়ি ঘরের রং বদলে গেছে ধুলার আস্তরণে। রাস্তাটি লক্ষীকোল বাজারের ভেতর দিয়ে যাওয়ার ফলে বাজারের দোকানপাট, খাবারের দোকান, ফলমূলের দোকান সহ সর্বত্র ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে থাকার কারণে জনস্বাস্থ্যের জন্য সেটি মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে। বিশিষ্ট চিকিৎসক এবং বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন- রাস্তাটি নির্মাণে গড়িমসির কারণে ধুলিবালীর কারনে এলাকার জনসাধারণ নানাবিধ পেটের পীড়া ,হাচি, কাশি ,সর্দি জ্বর সহ বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। রাস্তা সংস্কারের কাজ শুরু হয়ে চলাচলের অসুবিধা দূর করতে গিয়ে ধুলা বালিতে আচ্ছন্ন হয়ে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে। বিশিষ্ট সমাজসেবক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক ডিএম আলম কবিগুরুর কবিতার উদ্ধৃতি দিয়ে বলেন পথের ধুলা করতে দূর ধুলায় হল জগৎ ভরপুর। তিনি বলেন ধুলাবালির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং রাস্তা সংস্কারের দাবিতে লোকজন নিয়ে অনশন করার ঘোষণা দেওয়ার পর,গত সোমবার থেকে রাস্তায়, ঠিকাদারী প্রতিষ্ঠান পানি ছিটানোর কাজ শুরু করেছে যদিও, সেটা খুবই অপ্রতুল মাত্রায়। তিনি বলেন আগামী এক সপ্তাহের মধ্যে রাস্তার কাজ শুরু না করলে ঈদের আগেই বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়ন বলেন, রাস্তার দুই ধারে বড়াইগ্রাম থানা, স্বাস্থ্য কমপ্লেক্স, পাইলট হাই স্কুল, বড়াইগ্রাম পৌর ভবন, লক্ষীপুর বাজার, প্রাথমিক বিদ্যালয় এবং বড়াইগ্রাম সরকারি কলেজ রয়েছে, তাই রাস্তা নির্মাণের কাজ টি অতি দ্রুত সম্পন্ন করা অত্যন্ত জরুরি। বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজের অধ্যাপক আমিনুল ইসলাম মতিন বলেন অত্র জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি যেহেতু বিভিন্ন প্রতিষ্ঠান এবং লক্ষীকোল বাজার এবং ভরটহাট দুটি বিপণিকেন্দ্রে অত্র এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘনবসতিপূর্ণ এলাকা দিয়ে এই রাস্তাটির নির্মাণ কাজ দ্রুত শেষ করা না হলে জনগণের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে । এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভবপর হয়নি ।এলাকাবাসী রাস্তাটির সংস্কারের কাজ অতি দ্রুত সম্পন্ন করার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন ।