বড়াইগ্রাম প্রতিনিধি:
আজ (৬ অক্টোবর) বিকেলে আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী আবুল কালাম জোয়ারদার পৌরসভার লক্ষীকোল বাজারে প্রায় ৩ শতাধিক লোক নিয়ে বাজারের সুধীজন, ব্যবসায়ী ও পথচারীদের কাছে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া প্রার্থনা করেছেন। বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট থেকে শুরু করে পৌরসভার লক্ষীকোল বাজার, পুরাতন হল মোড় হয়ে রেজ্জাক মোড়ে গিয়ে এ কর্মসূচি শেষ হয়। এ সময় তার সাথে ছিলেন বড়াইগ্রাম পৌর যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাবর, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আসাদুজ্জামান গোল্লা, পৌরসভা প্যানেল মেয়র জালাল উদ্দিন জোয়ারদার সহ বড়াইগ্রাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি- সম্পাদক, যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং পৌর এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।