বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধ
নাটোরের বড়াইগ্রাম থানার পরিদর্শক দিলীপ কুমার দাসের বিদায় ও নবগত পরিদর্শক আনোয়ারুল হকের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধায় বড়াইগ্রাম থানা পুলিশ এই কর্মসূচীর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিল আক্তার উপস্থিত ছিলেন।
বড়াইগ্রাম থানা চত্ত্বরে পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিমের সভাপতিত্বে উপ-পরিদর্শক শামসুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৌহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস মিয়াজী, সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, মেয়র কেএম জাকির হোসেন, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন বড়াইগ্রাম কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, মাঝগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আশরাফুল ইসলাম আশু, সাংবাদিক আব্দুল কাদের সজল, আবু মুসা, সকল ইউপি চেয়ারম্যান।