নিজস্ব প্রতিবেদক:
আজ নাটোরের বড়াইগ্রাম উপজেলার উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী তার ফেসবুক আইডি থেকে এক ভিডিওবার্তার মাধ্যমে বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার জনসাধারণের জন্য শুভেচ্ছা বার্তা দিয়ে বলেন–
‘আমি নিজেও আজকে করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশন আছি। আমার এই রোগ সংক্রমণের জন্য আমরা যারা দায়িত্বে আছি, আমরা যারা নেতৃত্ব আছি, আমাদেরও দ্বায় অপরিসীম। কারণ আমরা এখন পর্যন্ত সঠিকভাবে আমাদের নেত্রীর নির্দেশ এবং স্বাস্থ্যবিধি বিষয়ে জনগণকে সচেতন করতে পারি নাই। যার জন্য আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে। আমি নিজে সুস্থ আছি, ভালো আছি। তবুও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যতক্ষণ পর্যন্ত নেগেটিভ না হবে ততক্ষণ আমি আইসোলেশনে থাকতে চাই। আপনারা নিজেরা ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন এবং আমাদের দরিদ্র জনগোষ্ঠীর জন্য প্রত্যেকে যার যার অবস্থান থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবো । সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা। ঈদ মোবারক… ঈদ মোবারক… ঈদ মোবারক।’