স্টাফ রিপোর্টার:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌর ছাত্রদল, চান্দাই ইউনিয়ন ছাত্রদল, গোপালপুর ইউনিয়ন ছাত্রদল মাঝগাঁও ইউনিয়ন ছাত্রদল ও নগর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে প্রত্যেকটি ইউনিয়নে জন্মদিনের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে আগামী দিনের প্রতিটি আন্দোলন-সংগ্রামে একতাবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহবায়ক যুগ্ম আহ্বায়ক ও প্রতিটি ইউনিটের সভাপতি-সম্পাদক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল বলেন ছাত্রদল সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে ছাত্রদল মাঠে থাকবে, সময়ের সাহসী সন্তানেরাই ছাত্রদল করে। আমাদের স্বাভাবিক কর্মকান্ডের উপর যতই বাধা আসুক আমরা মাঠে থাকবো।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল সরদার বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের সকল গণতান্ত্রিক দলের রাজনীতি করার অধিকার আছে। ছাত্রদল এবং ছাত্রলীগ রাজনীতির মাঠে একে অপরের সহপাঠী। তবে বাংলাদেশে রাজনীতি করতে হলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা এবং বঙ্গবন্ধুকে মেনে নিয়ে রাজনীতি করতে হবে অর্থাৎ সরকারি দল এবং বিরোধী দল হবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তাদেরকে পাকিস্তানি ভাবধারা ত্যাগ করে সুস্থ রাজনীতি করার আহ্বান জানাচ্ছি।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…