নাটোরের বড়াইগ্রামে আশ্রায়ন প্রকল্পের আওতায় মঙ্গলবার (১১ জুন) আরও ৮০ জন গৃহহীন পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের আশ্রায়ন গৃহ। রোববার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।
তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশের ন্যায় বড়াইগ্রামেও ৮০ জন গৃহহীনের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৮০টি গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এরমধ্যে ছাতিয়ানগাছা আবাসন প্রকল্পে ১৭ টি, চৌমহান আবাসন প্রকল্পে ৩৩টি, বাহিমালী আবাসন প্রকল্পে ৩০টি গৃহ রয়েছে। উপজেলায় এ প্রকল্প বাস্তবায়নে ২ কোটি ৪০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। ইতোপূর্বে ২০২০-২১ অর্থবছরে ৩২৬ টি, ২০২১-২২ অর্থবছরে ১০৯ টি, ২০২২-২৩ অর্থবছরে ১৮০ টি মোট ৬২৫ টি গ্রহ নির্মাণ হয়েছে।
প্রেস ব্রিফিংয়কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার রেজাউল করিম।