বড়াইগ্রামে ৪০ বোতল ফেনসিডিলসহ ২জন আটক
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ৪০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে বড়াইগ্রাম থানা পুলিশ।
আজ সোমবার (২৬ অক্টোবর ) বিকেলে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে ফাইভ স্টার হোটেল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ওমরপুর গ্রামের আফজাল মাস্টারের ছেলে তফিকুল ইসলাম, এবং আজিজুর রহমানের ছেলে মনিরুল ইসলাম।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।