বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে সংবাদ প্রকাশের পর নিজ ঘর ফিরে পেয়েছেন পঙ্গু বৃদ্ধা ও তার ছেলে।
উপজেলার গড়মাটি গ্রামের হারেজ উদ্দিনের ছেলে জমশেদ এর নামে ২০০১ সালে আশ্রয়ন প্রকল্পের একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়। সেই বাড়িতে জমশেদ তার পঙ্গু বৃদ্ধা মাকে নিয়ে বসবাস করত, কিন্তু কয়েকদিন আগে জমশেদ বাড়িতে না থাকার সুযোগে প্রকল্প সভাপতি নজরুল ইসলাম এবং স্থানীয় আ’লীগ নেতা মাহফুজ পঙ্গু বৃদ্ধাকে বাড়ি থেকে নামিয়ে দিয়ে নজরুলের ছেলে সোহেলকে থাকতে দেয়। এ বিষয়ে গত সোমবার জমশেদ বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ করেন, এবং এই বিষয়টি স্বপ্ন সাঁকো সহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক ভাবে প্রকাশের মাধ্যমে ভাইরাল হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ বিষয়টি দ্রুত আমলে নিয়ে ভুক্তভোগী জমশেদ এবং তার পঙ্গু বৃদ্ধা মাকে তাদের নামে বরাদ্দকৃত বাড়িতে উঠিয়ে দেন।
পঙ্গু বৃদ্ধা তার নিজ ঘর ফিরে পাওয়াতে এলাকাবাসী বিষয়টি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করেন, এবং অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সকল বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ বলেন, আমি একটি লিখিত অভিযোগ পাই এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেই এবং ভুক্তভোগী জমশেদ ও তার বৃদ্ধা মাকে তাদের বাড়িতে তুলে দিয়েছি এবং অভিযুক্তদের নোটিশ করে ডেকে, বিস্তারিত জানার পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।