নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ১৪ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্ধোধন করা হয়েছে। এই মডেল মসজিদে এক সাথে প্রায় ৮০০ মুসল্লি এক সাথে নামাজ আদায় করতে পারবেন।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারি, বনপাড়ার পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. মারিয়াম খাতুন, নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব প্রমুখ।
জানা গেছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যেক জেলা এবং উপজেলাতে ৫৬০টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের প্রকল্পের আওতায় নাটোর সদরে একটি এবং ৭ উপজেলায় ৭টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ পরিকল্পনা করা হয়।
বড়াইগ্রাম উপজেলায় ৪৩ শতাংশ জমির ওপরে মডেল মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়েছে। ২৩ হাজার ৪০০ বর্গফুট আয়তনের মসজিদে ৯০ ফুট উচ্চতার একটি মিনার এবং চারটি গম্বুজ রয়েছে। নিচতলায় আছে গাড়ি পার্কিং, ইমাম ট্রেনিং সেন্টার, বই বিক্রয় কেন্দ্র, ডাইনিং, গণশিক্ষা কার্যক্রম কার্যালয়, অটিজম কর্ণার এবং মরদেহ গোসলের স্থান, নামাজের জায়গা ছাড়াও ইসলামিক গবেষণা কেন্দ্র এবং ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়। এছাড়াও তৃতীয় তলাতে নারী ও পুরুষের ভিন্ন নামাজের জায়গা, সভাকক্ষ এবং লাইব্রেরি।
নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব ঢাকা মেইলকে বলেন, নাটোরের বড়াইগ্রাম মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি প্রধানমন্ত্রীর উদ্ধোধনের পর ইসলামিক ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। মডেল মসজিদে প্রায় ৮০০ মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন।