মোতালেব হোসেন,বিশেষ প্রতিনিধিঃ
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ১০টি গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি অধ্যাপক মো: আব্দুল কুদ্দুস, নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক উপজেলা চেয়ারম্যান ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী,চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, বনপাড়া পৌরসভার মেয়র প্রভাষক কে.এম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ কুদ্দুস, ১নং জোয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ১নং জোয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: চাঁদ মাহমুদ প্রমুখ।
বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ এর জন্য যে অগ্রাধিকার প্রকল্প গ্রহণ করেছে সরকার, ইতিপূর্বে এই প্রকল্পে নানারকম অনিয়মের অভিযোগ দেখা গিয়েছে। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আমার আহ্বান গরীব দুঃখী মানুষের ঘরবাড়ি গুলো সরকারের নির্দেশনা মোতাবেক সঠিকভাবে নির্মাণ করবেন। তাহলে সরকারের এ প্রকল্পের যথার্থতা প্রমাণিত হবে।