নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার ৪ নম্বর নগর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রমেলা খাতুন (৪০)। তিনি উপজেলার মল্লিকপুর গ্রামের কাঁচু মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানায়, বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে বড়াইগ্রাম উপজেলার মল্লিকপুর গ্ৰামে নিজ ঘরের ভেতর টেবিল ফ্যানের লাইন দিতে যায়। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গৃহবধূর মৃত্যু হয়।
৪ নম্বর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মস্তফা শামসুজ্জোহা সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে বাড়িতে টেবিলফ্যানের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে