বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে বিদ্যালয় কক্ষে অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় নারীসহ ফারুক হোসেন (২৬) নামে এক নৈশপ্রহরীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনা ঘটে। আটক ফারুক হোসেন চর গোবিন্দপুর গ্রামের জমশের প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে নৈশপ্রহরী ফারুক হোসেন বিদ্যালয়ের কক্ষে এক অষ্টাদশী নারীকে নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। এ সময়ে বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী বিদ্যালয় ঘেরাও করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারীসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাদের দুজনকে আটক করা হয়েছে।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…