দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজেট প্রত্যাখ্যান এবং বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীরর অংশ হিসেবে নাটোরের বড়াইগ্রামে বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৩ জুন) সকালে বড়াইগ্রাম উপজেলা বিএনপি উদ্যোগে উপজেলার কয়েন বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের মিয়া, যুগ্ম আহ্বায়ক সামসুল আলম রনি, সদস্য সচিব আকবর আলী, যুবদলের আহ্বায়ক বেলাল মৃধা, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল, সদস্য সচিব, আরিফুল ইসলাম খান কানন, বড়াইগ্রাম শহর ছাত্রদলের আহ্বায়ক, মাসুম রেজা, রাশিদুল ইসলামসহ অনেকে।