বড়াইগ্রাম প্রতিনিধি:
স্বাধীন বাংলাদেশের স্থপতি , স্বাধীনতার মহানায়ক,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্বরণে শতবর্ষী একটি (বটবৃক্ষ)চারা রোপন করা হয়েছে।
বড়াইগ্রাম উপজেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে এই শতবর্ষী বটবৃক্ষ চারাটি রোপন করা হয়।
এ সময় বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার পারভেজ, উপজেলা প্রকৌশলি আব্দুর রহিম সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বটবৃক্ষ চারা রোপণ কালে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা চত্বরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শতবর্ষী বটবৃক্ষের চারা রোপণ করেছি এজন্য যে, উপজেলা চত্বরে নানা শ্রেণি-পেশার মানুষ বিভিন্ন প্রয়োজনে প্রতিদিনই আসে।একসময় বৃক্ষটি বড় হবে এবং উপজেলায় আগত মানুষগুলো বৃক্ষের ছায়ায় বসে বিশ্রাম নিতে পারবে।
তিনি আরো জানান,চারা গাছটির চারপাশে ইট দিয়ে বাঁধাই করে দেওয়া হবে , টাইলস বসিয়ে দেওয়া হবে এবং এটিকে ‘বঙ্গবন্ধুর চত্বর’ ঘোষণা করা হবে।