নিউজ ডেক্সঃ
নাটোরের বড়াইগ্রামে ১০০ প্রান্তিক কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
আজ বৃহস্পতিবার দুপুরে ২০২০-২১ অর্থ বছরের আওতায় এবং উপজেলা পরিষদের উদ্দ্যোগে উপজেলা হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই স্প্রে মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ১নং জোয়াড়ী ইউপি চেয়ারমান চাঁদ মোহম্মদ এর সভাপতিত্বে এবং মাঝগাও ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এসময় আরো উপস্থিত ছিলেন- বনপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক ইন্তাজ আলী, ১নং জোয়াড়ী ইউপি সদস্য ফেরদৌস উল আলম, জোয়াড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমজান আলীসহ অত্র উপজেলার বিভিন্ন এলাকার একশত জন কৃষকবৃন্দ।