বড়াইগ্রামে তীব্র শৈত্য প্রবাহে অতিষ্ঠ জনজীবন
প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর)
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আকষ্মিক শৈত্য প্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। ঘন কুয়াশায় সকাল ১১টা পর্যন্ত আচ্ছন্ন হয়ে আছে প্রকৃতি। শনিবার সকালে মহাসড়ক গুলিতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গিয়েছে। পুরাতন কাপড়ের দোকানগুলিতে ক্রেতাদের উপছেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। স্বল্প আয়ের লোকজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। স্থানীয় ক্লিনিক গুলিতে চিকিৎসাধীন শিশু, বয়োবৃদ্ধ নারী পুরুষসহ সর্দি, কাশি, জ্বর ও শ্বাস কষ্টের রোগীর সংখ্যা আশংঙ্কাজনক ভাবে বেড়ে গিয়েছে। এদিকে দিনমজুর, রিক্সাচালক, ভিক্ষুক তীব্র শীতে উপার্জনের জন্য ঘর থেকে বাইরে বের হতে পারছে না। বাজারে চায়ের ও ডিমের দোকান গুলিতে লোকজন চা পান ও ডিম খেয়ে জুবুসুবু হয়ে সময় কাটাচ্ছে। শীত বস্ত্রের অভাবে ছিন্নমূল মানুষের দূর্ভোগ এখন চরমে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম জানান, উপজেলায় দুই ট্রিপে প্রায় আড়াইহাজার শীত বস্ত্র এসেছিল, সেগুলি অসহায়দের মাঝে তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা হয়েছে, বরাদ্দ এলে তাৎক্ষনিক দিয়ে দিবো। উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ইতোমধ্যে ব্যক্তিগত উদ্যোগে কয়েক ‘শ’ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজকের নির্বাচন পার হলে শীঘ্রই আবারও অসহায়দের মাঝে, কম্বল বিতরণ করবো। বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন জানান, আমার পৌর এলাকায় ইতোমধ্যে ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে এবং এখনও এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।