বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে জুয়া খেলার অপরাধে নয়জনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে বনপাড়া পৌরসভার মালিপাড়া এলাকা থেকে তাদেরকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক করা হয়।
আটকরা হলেন-মালিপাড়া মহল্লার আব্দুর রশিদ মজুমদারের ছেলে সেলিম মজুমদার (৪৫), শাহ আলমের ছেলে শরীফুল ইসলাম (২৩), খলিলুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৩০), বেলাল সরদারের ছেলে আলমগীর হোসেন রনি (৩৫), নুরুল ইসলাম ব্যাপারীর ছেলে মোতালেব ব্যাপারী (৩০), গফুর ব্যাপারীর ছেলে লিটন ব্যাপারী (২০), রেজাউল করিমের ছেলে রনি (২১), শাহজাহান গাজীর ছেলে আজিম উদ্দিন (২৩) এবং বেলাল হোসেনের ছেলে রুবেল হোসেন (২২)।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম জানান, কিছুদিন যাবৎ মালিপাড়া মহল্লার সেলিম মজুমদারের বাড়িতে জুয়া খেলা চলছিল। সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলার অভিযোগে নয়জনকে হাতেনাতে আটক করা হয়েছে। অভিযানকালে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…