বড়াইগ্রাম (নাটোর)প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ডেকোরেটর এন্ড সাউন্ড সিস্টেম মালিকগণ করোনা ভাইরাসের কারণে সরকারি অনুদান প্রাপ্তির জন্য লিখিত আবেদন জানিয়েছেন। আজ (১৫ জুলাই) বুধবার সকালে বড়াইগ্রাম উপজেলা নিবার্হী কর্মকর্তা আনোয়ার পারভেজ এবং বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী বরাবর পৃথক দুটি আবেদন জানান তারা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকেই এ পর্যন্ত তাদের কোন কাজকর্ম নেই। এই ব্যবসার সাথে আরও প্রায় ১ হাজার শ্রমজীবী মানুষ জড়িত এবং তারাও কর্মহীন। মালিকগণ আবেদনে উল্লেখ করেন তাদের ক্ষতির পরিমাণ প্রায় ৪কোটি টাকা। এই মুহূর্তে তারা মানবেতর জীবন যাপন করছে। বড়াইগ্রামে এই ব্যবসার মালিক আছে ১২৫ জন, ক্ষতিগ্রস্ত মালিকগণ সহকারী প্রণোদনা প্রাপ্তির আশায় এই আবেদন করেন।
এই সংগঠনের মালিক সমিতির সভাপতি শ্রী পলান বলেন, ক্ষতিগ্রস্ত মালিকদের সরকারি সাহায্য সহযোগিতা না করলে আমাদের চলার মত কোন ব্যবস্থা নাই, সরকার আমাদের উপর দৃষ্টি দিবেন এবং এই সংগঠন ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো রক্ষা করবেন এই আবেদন জানাই।