নাটোরের বড়াইগ্রামে আজ(১২ অক্টোবর) বিকেলে বীর মুক্তিযোদ্ধা জিন্না ফাউন্ডেশন এর উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান জিন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার চান্দাই ইউনিয়নের দিয়ার গাড়ফা কমলা নদীর তীরে “নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৩” প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় নদীর দু পাড়ে শত শত মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত জনতা জয়বাংলা ধ্বনিতে পুরো এলাকা মুখরিত করে রাখে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ৪(গুরুদাসপুর -বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন দুলাল, জিন্না ফাউন্ডেশনের স্বত্বাধিকারী ও চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনাজ পারভীন, বনপাড়া আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম, চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান গোলাপ, সাধারণ সম্পাদক মুজিবুর মাস্টার, সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ সরকার, জেলা পরিষদের সাবেক সদস্য ও বড়াইগ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম জোয়াদ্দার, মাছগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোকন মোল্লা, বনপাড়া পৌর যুবলীগের সভাপতি জাকির সরকার ও সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ ও সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান, বড়াইগ্রাম উপজেলা মাদকবিরোধী নাগরিক কমিটির সম্মানিত সভাপতি আব্দুস সোবাহান প্রামানিক প্রমূখ।