নাটোরের বড়াইগ্রামের আহম্মেদপুরে আজম আলী ডিগ্রী কলেজের প্রধান গেইট এর নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ(১৯ এপ্রিল) সকালে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী গেইট নির্মাণ কাজের উদ্বোধন করেন। উপজেলা পরিষদের অর্থায়নে এ কাজের উদ্বোধনী সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, অত্র কলেজের অধ্যক্ষ এস. এম আসাদ-উজ-জামান, বনপাড়া পৌর আওয়ামীলীগের প্রবীণ নেতা আব্দুস সোবাহান, বনপাড়া পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম ও অত্র কলেজের উপাধ্যক্ষ, সহকারী অধ্যাপকবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রভাষকবৃন্দ ও অফিস স্টাফ উপস্থিত ছিলেন।
গেইট নির্মাণে সহায়তা করার জন্য উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অধ্যক্ষ এস. এম. আসাদ-উজ-জামান বলেন, ‘পিছিয়ে পরা অবহেলিত এই কলেজের গেইট নির্মাণে আর্থিক সাহায্য করার জন্য উপজেলা চেয়ারম্যান মহোদয়ের প্রতি আজম আলী ডিগ্রী কলেজ পরিবারের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
এপ্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, হয়তো এক বাজেটে এই গেটের সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ করা সম্ভব নয়। তবে এই গেইট নির্মাণের দায়িত্ব আমি নিলাম। উপজেলা পরিষদের অর্থায়নে এটির সম্পূর্ণ কাজ শেষ করা হবে।