বড়াইগ্রামে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
বড়াইগ্রাম (নাটোর)প্রতিনিধি
নাটোর জেলার পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম-বার মহোদয়ের নির্দেশে আজ (২৪ নভেম্বর) বড়াইগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের উপলশহর বাজারে বিট পুলিশিং এর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১নং ওয়ার্ড সদস্য নূর ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। এছাড়াও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি-সম্পাদক, আওয়ামী লীগ নেতা শাবান মাহমুদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ স্থানীয় জনসাধারণ ও বড়াইগ্রাম থানা স্টাপ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম করোনাকালে সকলকে শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার অনুরোধ করেন এবং নারী ধর্ষণ ও মাদকের মতো সামাজিক অপরাধ যেন সংঘটিত না হয় সেদিকে সকলকে সজাগ থাকার অনুরোধ করেন।