বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বনপাড়া পৌরসভায় ঈদুল আযহা উপলক্ষে বিশেষ ভিজিএফ বিতরণ শুরু হয়েছে। বুধবার সকালে বনপাড়া কলেজ চত্বরে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র কেএম জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগর ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস, পৌর সচিব আব্দুল হাই, হিসাবরক্ষণ অফিসার দেলোয়ার হোসেন, কাউন্সিলর আশরাফুল আলম মিঠু, মোস্তাফিজুর রহমান মাসুদ, মোহাম্মদ আলী, দুলাল হোসেন প্রমূখ।
পৌরসভার ১২টি ওয়ার্ডে সর্বমোট ৪৬২১ জনকে ১০ কজি করে ভিজিএফ চাল বিতরণ করা হবে। প্রথম দিন এক, এগার ও বার নম্বর ওয়ার্ডের ১১১৬ জন কার্ড ধারীকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।