আজ(১১ এপ্রিল) সকালে বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের দুই হাজার ৪৬৭জন হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফের সহায়তা প্রদান করা হয়।
জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ফেরদৌস আহমেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীও উপস্থিত ছিলেন।