এক মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দূ্র্ঘটনায় আহত হয়ে এক বছর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লরে অবশেষে হেরে গেলেন রক্তদাতা মানবিক মানুষ মুক্তাছির (২০)।
আজ (১৩ জুলাই) ভোরে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মুক্তাছির উপজেলার কাজিপাড়া গ্রামের জাইরুল খামারুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর ২ জুন লালপুর থেকে রাজশাহীতে গিয়ে এক মুমূর্ষ রোগীকে রক্ত দিয়ে আসার পথে সড়ক দূ্র্ঘটনায় আহত হন মুক্তাছির।
এক বছরের বেশি সময় ধরে অসুস্থ থাকার পর আজ(১৩জুলাই) ভোর ৪ টার সময় না ফেরার দেশে পাড়ি জমান এ রক্তযোদ্ধা।
এদিকে, মুক্তাছিরের বড় ভাই নাসির হোসেন বলেন, মুক্তাছিরের দূ্র্ঘটনার খবরে বাবা অসুস্থ হয়ে পড়ে। এক বছরের বেশি সময় ধরে হৃদরোগে ভুগছেন। ছোট ভাই কাওসার ও আমি পড়াশোনার পাশাপাশি ছোট চাকুরী করে মুক্তাছির ও বাবার ঔষধ এবং কোন রকমে সংসারের হাল ধরেছি।
মুক্তাছিরের পর অর্থের জন্য চিকিৎসাভাবে বাবা জাইরুলের নিয়ে শঙ্কায় আছে তার পরিবার। এ অবস্থায় তার পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছে মুক্তাছিরের বড় ভাই।