ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় ডিম, পাথর নিক্ষেপ ও হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আরও পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত সোমবার বিএনপির ১২ জন নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়।
এর আগে শনিবার (১০ অক্টোবর) ঢাকা-১৮ আসনের মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা মির্জা ফখরুলের বাসায় ইট-পাথর ও ডিম নিক্ষেপ করে। এ ঘটনায় চরম ক্ষুব্ধ হয় হাইকমান্ড। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবি জানায়, স্থায়ী কমিটিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।
গতকাল বহিষ্কার হওয়া নেতারা হলেন- উত্তরা পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. শরীফ হোসেন, যুগ্ম-আহ্বায়ক কাজী ইমরান, দক্ষিণখান থানা ছাত্রদল নেতা মো. হারুনুর রশীদ বাবু, আবদুল আজিজ ও বিমানবন্দন থানা ছাত্রদল নেতা শাকিল আহমেদ।
সুত্র: বিডি প্রতিদিন