নাটোরের বড়াইগ্রামে মানিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বুধবার পাঠাগার ও দেয়ালিকা উদ্বোধন করা হয়েছে। এসএমসি’র আয়োজনে ও রুম টু রিড নাটোর অফিসের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার একেএম রেজাউল হক। পরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এসএমসি’র মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া শেষে আবুল কাশেম প্রাং এর সভাপতিত্বে ও আব্দুল করিমের স ালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার একেএম রেজাউল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সোনালী খানম, প্রধান শিক্ষক মোছা. মেরিনা খানম, রুম টু রিড এর সহায়ক মর্জিনা খাতুন, এসএমসি’র সভাপতি মুক্তার হোসেন।
বড়াইগ্রামে ২ দিনের কৃষক প্রশিক্ষণ
প্রতিনিধি,বড়াইগ্রাম (নাটোর) তারিখ ১৯/১০/২২ খ্রিঃ
নাটোরের বড়াইগ্রামে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) উদ্যোগে ২ দিনের কৃষক প্রশিক্ষণ মঙ্গলবার শেষ হয়েছে। ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে সেচ স¤প্রসারণ (ইআইএনডি) প্রকল্পের আওতায় উপজেলার ৫০ জন সাধারণ কৃষকদের নিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিএমডিএ’র নাটোর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান মনির,বড়াইগ্রাম উপজেলার সহকারী প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ নিজাম উদ্দিন।