বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
সমম্প্রতি দেশে যে তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সরকার অনুমোদন দিয়েছে তার মধ্যে নাটোরে ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় একটি। যা নাটোর জেলায় স্থাপিত হবে। আর এ পাবলিক বিশ্ববিদ্যালয়টি বড়াইগ্রাম উপজেলায় যেন স্থাপিত হয় তার দাবিতে উপজেলার বনপাড়া বাজারে রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টা ব্যাপি এক মানব বন্ধনের আয়োজন করে বড়াইগ্রাম উপজেলা ‘ড. এম,এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়’ স্থাপন বাস্তবায়ন কমিটি।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমানের সঞ্চালনায় ও বনপাড়া পৌর মেয়র কে.এম জাকির হোসেনের সভাপতিত্বে উক্ত মানব বন্ধনে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষক মন্ডলী, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বনিক সমিতিসহ সর্বস্তরের আপামর জনসাধারন অংশ গ্রহণ করেন। এ মানব বন্ধনে বনপাড়া বাইপাস থেকে বনপাড়া বাজার হয়ে পুলিশ তদন্ত কেন্দ্র পর্যন্ত দীর্ঘ ৩ কিলোমিটার নাটোর-পাবনা মহা সড়কের দুই ধারে প্রায় ১০ হাজার নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।
মানব বন্ধনে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী(প্রেস), জেলা আ.লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবু শামা, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু প্রমূখ বক্তব্য রাখেন।
নাটোর জেলায় একটি সতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তারা বলেন, বনপড়া-দয়ারামপুর আঞ্চলিক সড়কের পাশেই বনপাড়া পৌরসভা সংলগ্ন হারোয়া-বাহিমালী-ভবানীপুর এলাকায় রয়েছে গোপালপুর সুগার মিলের ৭০১ একর ইক্ষু খামার। যেখানে রয়েছে একটি হেলিপ্যাড, যার ভেতরে ২২ একর সরকারি খাস জমি রয়েছে। এখানে বিশ্ববিদ্যালয়টি স্থাপন করলে জমি অধিগ্রহণ সংক্রান্ত বিশেষ কোন ঝামেলা নাই। এছাড়া বনপাড়া এলাকাটি উত্তর বঙ্গের প্রবেশদ্বার। এখান থেকে অতি সহজেই দেশের যে কোন প্রান্তে সড়ক ও রেল পথে যাতায়ত করা যায়।
মানব বন্ধন শেষে ‘ড. এম,এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়’ স্থাপন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন ।