প্রথম কিস্তিঃ নাটোরে ৪৮ রাজাকার

নাটোর জেলার ৪৮জন রাজাকারের নাম প্রকাশ করা হয়েছে। তালিকায় নাটোর সদর এবং সিংড়ার সংখ্যাই সবচেয়ে বেশি। রাজাকারের তালিকায় যাদের নাম প্রকাশ করা হয়েছে তারা হলেন, নাটোর সদরের আব্দুল কাসেম খান চৌধুরির ছেলে আব্দুস সাত্তার খান, সদর উপজেলার জংলি এলাকার সোলাইমান মুন্স, দিঘাপতিয়া এলাকার পোস্ট মাস্টার হাফিজুর রহমান। বক্ষ্রপুরের মোজাহার আলী, আব্দুস সবুর মোল্লা, আবেদ আলী মোল্লা, সামছুল মোল্লা এবং হামিদ আলী। এছাড়া সিংড়া উপজেলার চৌগ্রামের রহমতউল্লার ছেলে মজিবর রহমান, চৌগ্রামের তাসির উদ্দিনের ছেলে মোজাফর হোসেন। পরান উদ্দিনের ছেলে মফিজ উদ্দিন, বড়সাঐলের নজরুল ইসলাম, দমদমা এলাকার খায়ের উদ্দিনের ছেলে এরশাদ আলী, দমদমা এলাকার হাজী রমজান আলীর ছেলে রওশন আলী সরদার, বোয়ালিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক শাহাদৎ হোসেন। কুড়িপাকুরিয়া এলাকার নাসের আলী, একই এলাকার বাসির উদ্দিনের ছেলে মোয়েজ উদ্দিন, একই এলাকার রমজান আলীর ছেলে ওসমান আলী ফকির। বড়সাঐলের কাফি উদ্দিনের ছেলে আব্দুল খালেক, হাফিজ পেশোয়ারীর ছেলে শের মোহাম্মাদ, কদমতুলি এলাকার ইমান শাহের ছেলে মোহসিন আলী শাহ, নূরপুরের ইয়াকুব আলীর ছেলে জসিম উদ্দিন সরকার, নাজিরপুরের ডা. আব্দুল মজিদ, হাট কদমতুলি এলাকার হাজী সাবিল উদ্দিনের ছেলে ইসমাইল সরদার, একই এলাকার দবির সরকারের ছেলে আব্দুল কাদের সরকার, একই এলাকার মতিউর রহমানের ছেলে মহত আলী মাস্টার। বগু ফকিরের ছেলে মেছের ফকির, পুন্ডুরি গ্রামের তাইমুল্লাহ হাজীর ছেলে নাসির উদ্দিন, কানপুর গ্রামের নাবির উদ্দিন, বেজনপাড়া এলাকার চুস লাল ছেলে হাজের আলী। কলমের সাবেক চেয়ারম্যান আইফুব আলী প্রামানিক, নাজরপুর গ্রামের পোসরান সরকারের ছেলে কাসেম আলী, পুন্ডুরি গ্রামের ইয়াসিন প্রামানিকের ছেলে সোলেমান আলী। হুলহুলিয়া গ্রামের সাইফুদ্দিনের ছেলে ডা. সাইফুল ইসলাম, হাঁসপুুকুরিয়া গ্রামের হাজী হারান আলীর ছেলে জালাল উদ্দিন মিয়া, দমদমা এলাকার খয়ের সরদারের ছেলে নিজাম সরদার, একই এলাকার গোপালের ছেলে চন্দন আলী। দমদমা এলাকার রহমান আলী মোল্লার ছেলে জাবের আলী মোল্লা, রহিমউদ্দিন মুন্সির ছেলে রেজা উদ্দিন মুন্সি, হাট সিংড়ার জলিল মিয়ার ছেলে আবু বক্কর সিদ্দিক, একই এলাকার ওমর আলীর ছেলে আব্দুর রাজ্জাক। রমজান খানের ছেলে আব্দুর রাজ্জাক খান। ছোট চৌগ্রামের ফজলুর রহমানের ছেলে মাহমুদুল আলম। বানসার গ্রামের মধু খানের ছেলে আয়েজ উদ্দিন খান, একই এলাকার দয়েজ প্রামানিকের ছেলে আজিজ প্রামানিক। সাবেক চেয়ারম্যান মওলা বক্সের ছেলে আজিজুল হক এবং সিংড়া থানার অর্ন্তগত ভুল বাড়িয়া গ্রামের আজিম উদ্দিন।

সংগ্রহ (সজাগ নিউজ)

  • Online News

    Related Posts

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    নাটোরে দলীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করা বিএনপি নেতা দাউদার মাহমুদকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব…

    You Missed

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা
    প্রাথমিক শিক্ষা ভাবনা-পর্ব: ১

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক