নাটোরের লালপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে (২৩) ধর্ষণের অভিযোগে মাজদার রহমান (৬৫) নামে এক নৈশ্যপ্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত মাজদার উপজেলার গোপালপুর পোস্ট অফিসের নৈশপ্রহরী।
রোববার (৭ আগষ্ট) রাতে প্রতিবন্ধী নারীর মা বাদী হয়ে লালপুর থানায় এবিষয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত বৃদ্ধ উপজেলার গোপালপুর পৌর এলাকার বৈদ্যনাথপুর গ্রামের মৃত রাব্বানী প্রামাণিকের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর পোস্ট অফিসের নৈশ্যপ্রহরী গত ২৯ জুলাই দুপুরে ওই নারীকে ভুল বুঝিয়ে খাওয়ানোর লোভ দেখিয়ে পোস্ট অফিসের পরিত্যাক্ত কক্ষে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।
পরে পোস্টম্যান বিষয়টি টের পেয়ে ওই নারীর বাবাকে জানান এবং বাড়ি গিয়ে ভুক্তভোগী নারী বিষয়টি তার বাবা-মাকে খুলে বলেন।
এবিষয়ে লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান তৌফিকুল ইসলাম বলেন, মেয়ের মা বাদি হয়ে অভিযুক্ত ব্যক্তিরর বিরুদ্ধে মামলা করেছেন। আমরা সেই মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।