প্রকাশিত সংবাদের বিরুদ্ধে “সংবাদ সম্মেলন”

নাটোরের লালপুরে সংবাদ প্রকাশের বিরুদ্ধে পাল্টা “সংবাদ সম্মেলন” করেছেন ভুক্তভোগী উপজেলার ৭নং ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ দফাদার প্রদীপ কুমার দাস। প্রদীপ কুমার দাস ওয়ালিয়া সেন্টারপাড়া গ্রামের প্রয়াত নরেন্দ্রনাথ দাস এর ছেলে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে নাটোরের লালপুরে একটি রেষ্টেুরেন্টে আয়োজিত পাল্টা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রদীপ কুমার জানান, গত ২৪ নভেম্বর জাতীয় দৈনিক সমকাল(অনলাইন), রাজশাহী’র আঞ্চলিক দৈনিক শান সাইন ও কয়েকটি অনলাইন পত্রিকায় “গ্রাম পুলিশের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ” শিরোনামে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখিত বাদী ভাস্কর রঞ্জন সরকার সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি করেন, তাদের এজমালি সম্পত্তি আমি জোর পূর্বক দখল করেছি। তিনি আরো জানান, আমি উল্লেখিত সম্পদের বৈধ মালিক একই এলাকার প্রয়াত নগেন্দ্রনাথ সরকার এর পুত্রবতী কন্যা মধু ছন্দা বসাক এর নিকট হতে চাষাবাদের জন্য অর্থের বিনিময়ে এগ্রিমেন্ট কট বন্ধক নিয়েছি, যার সকল কাগজপত্রাদি আমার কাছে সংরক্ষিত আছে। আমি অন্য কাহারো জমি দখল বা কাউকে হত্যার হুমকি প্রদান করি নাই। তারপরেও ভাস্কর রঞ্জন সরকার আমার বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। গত ২৭ নভেম্বর ২০২৩ ইং তারিখের শুনানিতে তা মিথ্যা প্রমানিত হলে বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করে দেন। আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে যে তথ্য উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ব্যাক্তিগত আক্রশ থেকে ভাস্কর রঞ্জন সরকার আমার নামে মিথ্যাচার করেছে। এতে সামাজিক ও চাকুরীস্থলে আমার সম্মান ক্ষুন্ন হয়েছে। আমি এই মিথ্যাচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত উল্লেখিত জমির মালিক মধু ছন্দা বসাক বলেন, আমার প্রয়াত পিতার রেখে যাওয়া সকল সম্পদের একমাত্র বৈধ ওয়ারিশ আমি। বৈবাহিক সূত্রে আমি আমার স্বামীর বাড়ী দিনাজপুর উপজেলার উত্তর হরিরামপুর গ্রামে বাস করি। এখান থেকে আমার জমি—জমা রক্ষনাবেক্ষন করা সম্ভব হয়না, তাই আমি গ্রাম পুলিশ দফাদারের কাছে অর্থের বিনিময়ে কিছু জমি কট বন্ধক রাখি। প্রদীপ কুমার অন্য কাহারো জমি জবর দখল করে নাই। উল্লেখ্য— ভাস্কর রঞ্জন সরকার আমার কাকাতো ভাই, আমি না থাকার সুবাদে সে আমার সকল জমি জবর দখল করে রেখেছে, কিছু জমি আমার অগচরে অবৈধভাবে বিক্রি করেছে এবং বিভিন্ন সময় আমাকে হুমকি দেয় যেন আমি ঐ জমি আর দাবি না করি। এঘটনা এলাকার জনপ্রতিনিধিসহ সকলেই অবগত আছেন।

এসময় প্রদীপ কুমার ও মধু ছন্দা বলেন, আমরা আপনাদের মাধমে আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি এবং মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে মধু ছন্দার স্বামী শ্রী সুমঙ্গল কুমার বসাকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

  • Online News

    Related Posts

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    নাটোরে দলীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করা বিএনপি নেতা দাউদার মাহমুদকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব…

    You Missed

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা
    প্রাথমিক শিক্ষা ভাবনা-পর্ব: ১

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক