প্রেস বিজ্ঞপ্তি: সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মির্জা সালাহ্্উদ্দিন নেতৃত্বে ইং ১৭ এপ্রিল ২০২১ ইং তারিখ ২২:৩০ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কাঁঠালবাড়িয়া গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে (ক) ইয়াবা ট্যাবলেট-১৩০ পিস, (খ) মোবাইল-০২ টি, (গ) সিম কার্ড-০৪ টি, (ঘ) মেমোরী কার্ড-০২ টি, (ঙ) মোটর সাইকেল-০১ টি সহ আসামী ১। মোঃ আকাশ আলী (২২), পিতা- মোঃ গোলাম মোস্তফা, সাং- জাজিরা মোন্নাপাড়া, ২। মোঃ সজিব (৩৫), পিতা- মোঃ মহসিন, সাং- মধ্যজাজিরা, ঊভয় থানা-বেলপুকুর, জেলা-রাজশাহী মহানগরদ্বয়কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় জব্দকৃত আলামত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়াছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার পুঠিয়া থানায় মামলা রুজু করা রয়েছে।