পাবনা মধ্য শহরের অনন্ত বাজারে সিএনজি অটোস্ট্যান্ডের চাঁদা তোলা নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য বকুল শেখকে (৩২) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত বকুল শেখ পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার দুলাল শেখের ছেলে ও দোগাছি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
নিহত বকুলের আত্মীয় আবু বক্কর সিদ্দিক জানান, দীর্ঘদিন ধরে অনন্ত মোড়ের সিএনজি ও অটোবাইকের চাঁদা তোলা নিয়ে এলাকার জামায়াত-বিএনপি সমর্থকদের সঙ্গে বকুলের বিরোধ চলছিল। এরই জের ধরে সন্ধ্যায় তারা বকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
পাবনা সদর থানার ওসি শেখ নাসিম আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ হত্যার মোটিভ উদ্ঘাটনে কাজ করছে।