আজ বিকেল পাঁচটায় ঈশ্বরদী উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের লক্ষীকুন্ডা গ্রামে টাইলসের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পিয়াস উদ্দিন (২৮) নামে একজন টাইলস মিস্ত্রি মৃত্যুবরণ করেছে । সে ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্ব পাড়া গ্রামের মৃত আতাউর উদ্দিনের ছেলে।
জানা গেছে, টাইলসের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ লাইনের সাথে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঈশ্বরদী থেকে পাবনা যাওয়ার পথে সে মৃত্যুবরণ করে।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…