নাটোরের বড়াইগ্রামে বাড়ীর পাশে পুকুরের পানিতে ডুবে ভাই ও বোনের দুই শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার সকাল(২২ অক্টোবর) ১০টার দিকে উপজেলার জোনাইলের চৌমুহান গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো আনাফ হোসেন (৩) ও হুমাইরা আক্তার (৩)।
আনাফ ওই গ্রামের সোহেল হোসেনের ছেলে। হুমাইরা পাবনার ভাঙ্গুরা এলাকার সোহেল এর বোন পিংকী আক্তারের মেয়ে। হুমাইরা তার মায়ের সাথে মামার বাড়ীতে বেড়াতে এসেছিলো।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, “পরস্পর মামাতো ও ফুপাতো দুই ভাই—বোন খেলা করছিলো। কোন একসময় তারা পুকুর পাড়ে গেলে পানিতে পড়ে যায়। এদিকে দীর্ঘসময় তাদের দু’জনকে দেখতে না পেয়ে প্রতিবেশীসহ পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ীর পাশের সরকারী পুকুরের পানিতে শিশু দুইজনকে ভাসতে দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”