নাটোরের লালপুরে ডোবার পানিতে ডুবে একই পরিবারের চাচাতো-জেঠাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের কৃষ্ণরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- কৃষ্ণরামপুর এলাকার সাজেদুল ইসলামের ছেলে মো. আলিফ (৪) ও শাহিনুরের ছেলে মো. শান্ত (৩)।
আড়বাব ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) কফিল উদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, সাজেদুল ও শাহিনুর দুই ভাই। দুই ভাইয়ের একটি করে ছেলেসন্তান ছিল। বুধবার দুপুরের খাবারের পর আলিফ ও শান্ত বাড়িতে খেলছিল। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে খোঁজ করতে থাকেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে রান্নাঘরের পেছনের ডোবায় খোঁজাখুঁজি করে তাদের লাশ উদ্ধার করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। স্বজনদের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।