পরকীয়ার অপবাদে ৭০ বছরের বৃদ্ধাকে গাছে বেঁধে মারধর

নাটোরের গুরুদাসপুরে ‘জামাইয়ের সঙ্গে পরকীয়ার’ অপবাদে ৭০ বছরের এক বৃদ্ধাকে গাছে বেঁধে মারধর করেছেন দুই প্রতিবেশী যুবক। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে চাপিলা ইউনিয়নের পমপাথুরিয়া গ্রামের এ ঘটনা ঘটে।

নির্যাতনকারী একই এলাকার আলম হোসেনের ছেলে রতন আলী ও উজ্জল হোসেনের ছেলে বকুল হোসেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধা ও তাঁর জামাইকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত দুই যুবক পলাতক রয়েছেন; তাঁদের খোঁজা হচ্ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

নির্যাতনের শিকার বৃদ্ধার পরিবারের সদস্যরা জানান, ওই বৃদ্ধার সঙ্গে তার মেজো মেয়ে ও তার স্বামী বসবাস করেন। সন্তানসম্ভবা ছোট মেয়েকে দেখতে গতকাল সন্ধ্যার পর হাসপাতালে যান তার মেজ মেয়ে। বৃদ্ধার জ্বর থাকায় তিনি হাসপাতালে যেতে পারেননি। রাতে তাঁর জামাই শাশুড়িকে অসুস্থ দেখে ওষুধ কিনতে যান। ওষুধ কিনে বাড়ি ফিরে তিনি শাশুড়ির ঘরে ঢুকলে বাইরে থেকে প্রতিবেশী রতন ও বকুল চিৎকার-চেঁচামেচি শুরু করেন।

তাদের চিৎকারে প্রতিবেশীরা জড়ো হলে ‘জামাইয়ের সঙ্গে ওই বৃদ্ধার পরকীয়া’ রয়েছে বলে অপবাদ দেয় রতন ও বকুল। তাঁরা প্রথমে জামাইকে মারধর করেন এবং পরে বৃদ্ধাকে টেনেহিঁচড়ে বাইরে এনে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। পরে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ তাদের উদ্ধার করে।

ওই বৃদ্ধা সাংবাদিকদের বলেন, রতন ও বকুল তাকে টেনেহিঁচড়ে কাদাপানির মধ্যে নিয়ে যায় এবং ডাবগাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করে।

পুলিশ তাদের খুঁজে না পেলেও ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন রতন ও বকুল। নির্যাতনের কথা স্বীকার করে ঔদ্ধত্যের সঙ্গে তারা বলেছেন, জামাই ও শাশুড়ির মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক চলছিল। তবে বর্তমানে তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।

  • Online News

    Related Posts

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    নাটোরে দলীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করা বিএনপি নেতা দাউদার মাহমুদকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব…

    You Missed

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা
    প্রাথমিক শিক্ষা ভাবনা-পর্ব: ১

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক