নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ্য প্রহরী ও নিরাপত্তাকর্মী পদে নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই নিয়ে গণমাধ্যমে প্রকাশিত মিথ্যা ও ব্যানোয়াট সংবাদের তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উক্ত ম্যানেজিং কমিটি ও শিক্ষকমন্ডলী। শনিবার(২৮আগস্ট) দুপুরে মশিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাহবুব হাসান লাবু। তিনি স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে ওই প্রকাশিত মিথ্যা ও ভিক্তিহীন ওই সংবাদের নিন্দার পাশাপাশি সংবাদ পরিবেশনে যারা সহায়তা করে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করেছে তাদের বিচারেও দাবি জানান।
বিধি মোতাবেক গত ১৩-০৭-২০২১ইং একটি জাতীয় দৈনিক পত্রিকা ও একটি স্থানীয় দৈনিক পত্রিকায় বিদ্যালয়ের দুইটি শূন্যপদে আয়া ও নিরাপত্তা কর্মী পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে নিরাপত্তা পদে স্থানীয় ৪জন ও আয়া পদে ৪জন প্রার্থী আবেদন করেন।
গত ০৬-০৮-২০২১ইং তারিখে নিয়োগ বিধির সকল শর্ত অনুসরন করে দুইটি পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষার ভিক্তিতে দুই পদের প্রথমস্থান লাভকারী স্থানীয় দুজন প্রার্থীকে ৮ আগস্ট নিয়োগ দেয় ম্যানেজিং কমিটি। তারা যোগদান করে তাদের কার্যক্রম চলমান রেখেছেন।
স্থানীয় কিছু বখাটে লোকজন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির নিকট চাঁদার দাবি জানায়। চাঁদা দিতে অস্বীকার করলে আমার ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে অনৈতিক কথাবর্তা ও গালিগালাজ করে মিছিল বের করে। পরে তারা স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমকে মিথ্যা ও ভুল তথ্য পরিবেশন করে সংবাদ প্রকাশ করে। এতে তাঁর প্রতিষ্ঠান,ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের ব্যক্তিগত সুনাম ও মর্যাদা ক্ষুন্ন হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠান ও নিয়োগ কমিটির সভাপতি শহিদুল ইসলাম, সদস্য জালাল উদ্দিন সরদার, কলিমুদ্দিন, আফরোজা খাতুন, সহকারী প্রধান শিক্ষক জোবায়ের হোসেনসহ ম্যানেজিং কমিটির অপর সদস্য ও শিক্ষকমন্ডলী।