নিয়োগ বাণিজ্যের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ্য প্রহরী ও নিরাপত্তাকর্মী পদে নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই নিয়ে গণমাধ্যমে প্রকাশিত মিথ্যা ও ব্যানোয়াট সংবাদের তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উক্ত ম্যানেজিং কমিটি ও শিক্ষকমন্ডলী। শনিবার(২৮আগস্ট) দুপুরে মশিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাহবুব হাসান লাবু। তিনি স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে ওই প্রকাশিত মিথ্যা ও ভিক্তিহীন ওই সংবাদের নিন্দার পাশাপাশি সংবাদ পরিবেশনে যারা সহায়তা করে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করেছে তাদের বিচারেও দাবি জানান।

বিধি মোতাবেক গত ১৩-০৭-২০২১ইং একটি জাতীয় দৈনিক পত্রিকা ও একটি স্থানীয় দৈনিক পত্রিকায় বিদ্যালয়ের দুইটি শূন্যপদে আয়া ও নিরাপত্তা কর্মী পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে নিরাপত্তা পদে স্থানীয় ৪জন ও আয়া পদে ৪জন প্রার্থী আবেদন করেন।

গত ০৬-০৮-২০২১ইং তারিখে নিয়োগ বিধির সকল শর্ত অনুসরন করে দুইটি পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষার ভিক্তিতে দুই পদের প্রথমস্থান লাভকারী স্থানীয় দুজন প্রার্থীকে ৮ আগস্ট নিয়োগ দেয় ম্যানেজিং কমিটি। তারা যোগদান করে তাদের কার্যক্রম চলমান রেখেছেন।

স্থানীয় কিছু বখাটে লোকজন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির নিকট চাঁদার দাবি জানায়। চাঁদা দিতে অস্বীকার করলে আমার ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে অনৈতিক কথাবর্তা ও গালিগালাজ করে মিছিল বের করে। পরে তারা স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমকে মিথ্যা ও ভুল তথ্য পরিবেশন করে সংবাদ প্রকাশ করে। এতে তাঁর প্রতিষ্ঠান,ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের ব্যক্তিগত সুনাম ও মর্যাদা ক্ষুন্ন হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠান ও নিয়োগ কমিটির সভাপতি শহিদুল ইসলাম, সদস্য জালাল উদ্দিন সরদার, কলিমুদ্দিন, আফরোজা খাতুন, সহকারী প্রধান শিক্ষক জোবায়ের হোসেনসহ ম্যানেজিং কমিটির অপর সদস্য ও শিক্ষকমন্ডলী।

 

  • Online News

    Related Posts

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    নাটোরে দলীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করা বিএনপি নেতা দাউদার মাহমুদকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব…

    You Missed

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা
    প্রাথমিক শিক্ষা ভাবনা-পর্ব: ১

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক