নাটোরের বাগাতিপাড়ার যোগীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণকাজ শেষ না হতেই ভেঙ্গে গেলো শহীদ মিনার। ২০১৯-২০ অর্থ বছরে রুটিন মেইনটেইনেন্স এর ৪০ হাজার টাকা ব্যয়ে ওই শহীদ মিনারের কাজটি শুরু করে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু নির্মাণকাজ শেষ না হতেই শহীদ মিনারের তিনটি স্তম্ভের মধ্যে দুইটি ভেঙ্গে পড়ে যায়।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক নিলুফার নার্গিস বিডিনিউজ২৪ঘণ্টাকে জানান, কয়েকদিন আগে বিষয়টি আমি জানতে পারি। যদিও পূর্বের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহাবুব আলম তত্বাবধানে শহীদ মিনারটি নির্মাণ করা হয়, তবুও আমরা যত দ্রæত সম্ভব শহীদ মিনারটি মেরামতের ব্যবস্থা করবো।
এ ব্যাপারে তৎকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহাবুব আলমকে মুঠোফোনে জানতে চাইলে তিনি প্রকৃত কোন যদুত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান। এমনকি শহীদ মিনার নির্মাণের প্রাপ্ত অর্থ কোন কোন খাতে কিভাবে ব্যয় হয়েছে তার সঠিক হিসাব তার জানা নাই বলে উল্লেখ করেন।
এ বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম মন্ডল মুঠোফোনে বলেন, বিষয়টি তিনি বিডিনিউজ২৪ঘণ্টা ডটকম এর প্রতিবেদকের মাধ্যমে প্রথম জানতে পেরেছেন। সরেজমিনে গিয়ে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান তিনি।