নাটোর প্রতিনিধি
বনলতার শহরে নিঃসন্দেহে এক অনন্য সংযোজন। নারীকে সুন্দর করে সাজাতে নাটোরে চালু হলো ফ্যাশন এন্ড লাইফস্টাইল ব্র্যান্ড ‘মানবী’। শহরের কান্দিভিটা শিশু একাডেমি সংলগ্ন এলাকায় শোরুমটি।
মানবী’তে এক ছাদের নিচে পাওয়া যাচ্ছে দেশি-বিদেশি ফোর পিস, থ্রি-পিস, টু-পিস, সিঙ্গেল পিস, স্যান্ডেল, হিজাব, লেডিস পাঞ্জাবিসহ নানা ধরণের পোশাক। রয়েছে বাহারি শাড়ির কালেকশন। যা ঈদ-পূজার মতো উৎসবগুলো রাঙিয়ে তুলবে। এছাড়া মানবী’র ডিজাইন করা সালোয়ার কামিজ ও শাড়িও আছে বিশেষ আকর্ষণ হিসেবে।
মানবী’র স্বত্বাধিকারী শাহরিমা শামস বৃতি বলেন, দীর্ঘদিন ধরেই নাটোরের নারীদের জন্য কিছু করার পরিকল্পনা ছিল। তা থেকেই ‘মানবী’র জন্ম। একজন নারীকে তার স্বরূপে ফুটিয়ে তোলার প্রয়াসেই এগিয়ে যাবে ‘মানবী’। ভবিষ্যতে নারীদের নিয়ে গঠনমূলক এবং চিন্তাশীল নানা কর্মকাণ্ড পরিচালনার আগ্রহের কথাও জানান বৃতি।