দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আতিকুল হক আতিক প্রার্থীতা ঘোষনা করেছেন।
মঙ্গলবার (৪ জুলাই) লালপুর বাজার হল মোড়ে সকাল সাড়ে ১১ টায় তাঁর নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন।
তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য এবং নাটোর জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এসময় তিনি বলেন, এআসনে প্রতিবার নৌকার মনোনয়ন পরিবর্তন হয়েছে কারণ বর্তমান ও বিগত সময়ে যারা ছিলেন তারা আস্থার প্রতিদান দিতে পারেন নি। জননেত্রী শেখ হাসিনা আমাকে এজনপদে নৌকার মনোনয়ন দিলে, এজনপদে সংসদ সদস্য নির্বাচিত হয়ে লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে কৃষি বিশ্ববিদ্যালয়, অর্থনৈতিক জোন, আইটি পার্ক, নর্থ বেঙ্গল সুগার মিলকে আধুনিকায়নসহ অনন্ত ৩০টি কর্মপরিকল্পনা (নির্বাচনী ইস্তেহার) বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছি।