ডিজিটাল দেশ গড়ার সারথি আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নির্বাচনী এলাকা সিংড়ার কিছু কিছু ইউনিয়নের ইউপি সদস্যদের বিরুদ্ধে নিরিহ মানুষকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠছে হরহামেশাই। তারই ধারাবাহিতায় আজও সেই ঘটোনাই ঘটেছে সিংড়ার ইটালী ইউনিয়নের শালমারা গ্রামে।
আজ রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে তুলাপাড়া বাঁশবাড়িয়া ও শালমারা মাঠে বাঁশবাড়িয়া গ্রামের কৃষক শাহাদত ও বেলায়েতের গরু ইতালি ইউনিয়নের ইউপি সদস্যে মকলেছ উদ্দিনের আমন ধানে জমিতে গেলে মকলেছ ও তাঁর লোকজন ১১ টি গরু বেঁধে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ঐ দুই কৃষক। আর তখনি ইউপি মেম্বার কৃষক বেলায়েত (৬০) কে গাছের সাথে বেঁধে রাখে এবং অপর কৃষক শাহাদত (৭০) কে লাঠি দিয়ে বেধরক পেটায়।
পরে বিষয়টি চারিদিকে ছরিয়ে পরলে মকলেছ মেম্বার দুজনকে ছেড়ে দিতে বাধ্য হয়।
অভিযুক্ত ইউপি সদস্য মকলেছ আলী বলেন, তাদের গরু আমার জমি নষ্ট করায় তাদের কে গ্রামে ধরা হয়েছিল। ২/১ টি লাঠি দিয়ে মারার কথা স্বীকার করেন তিনি।
এ বিষয়ে বাঁশবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য কুরবান আলী জানান, ঘটনাটি জানার পর আমি মকলেছ মেম্বারকে ফোন করে অনুরোধ, বিনরোধ করি। তারপর তাদের ছেড়ে দেয়।
এ বিষয়ে ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম আরিফ বিষয়টির সত্যটা স্বীকার করেন।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমি এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনানুযায়ী ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।