সৈয়দ মাসুম রেজা, নাটোর ব্যুরো চীফ:
নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা সেবার পরিধি বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত একটি হাই ফ্লো নেজাল ক্যানুলা হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় নাটোর-২ আসনের(নাটোর-নলডাঙ্গা) সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল হাসপাতাল কর্তৃপক্ষের হাতে আনুষ্ঠানিকভাবে এই চিকিৎসা যন্ত্র তুলে দেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য শিমুল বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন জনকল্যাণমুখী বর্তমান সরকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় কার্যকরি সকল পদক্ষেপ গ্রহন করার ফলে আমাদের দেশে এই সংক্রমণ নিয়ন্ত্রণে আছে, মৃত্যু হারও কম। সকল সরকারী হাসপাতালগুলোতে কোভিড-১৯ চিকিৎসার পাশাপাশি সাধারণ চিকিৎসা ও বিশেষায়িত চিকিৎসা সেবার পরিধি অনেকগুণে বৃদ্ধি করা হয়েছে। বিনা চিকিৎসায় এখন আর কেউ মারা যাবে না। চিকিৎসার জন্যে বিদেশেও যেতে হবে না।
জেলা প্রশাসক মো: শাহরিয়াজ-পিএএ সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা ও সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান।
নাটোর আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আনছারুল হক ‘নাটোর ভিউ’কে জানান, হাসপাতালে হাই ফ্লো নেজাল ক্যানুলা সংযোজনের ফলে রোগীদের অক্সিজেন সরবরাহের প্রবাহ বাড়বে। প্রতি মিনিটে একজন রোগী শত লিটার অক্সিজেনের প্রবাহ লাভে সক্ষম হবেন।
পরে সংসদ সদস্য শিমুল নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের মাঝে বীর মুক্তিযোদ্ধা সম্মানী, ভাতা বহি, নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনের অনুদানের চেক, সূবর্ণ নাগরিক কার্ড এবং সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করেন।