স্টাফ রিপোর্টার: নাটোরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রবিবার প্রথম প্রহরে রাত ১২-০১ মিনিটে শহরের কানাইখালী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। নাটোর-২ (নাটোর-নলডাঙ্গা) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ পিএএ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, নাটোর প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একে একে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে।
পরে শহীদদের আতœার মাগফেরাৎ কামনায় এক মিনিট নিরবতা পালন ও শপথ গ্রহন করা হয়। এ সময় শহীদ মিনার এলাকায় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা ব্যবস্থ্যা গ্রহন করেন।