স্টাফ রিপোর্টার: নাটোর র্যাবের হাতে ৫০০ গ্রাম গাঁজাসহ আজগর আলী(৩৩) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শনিবার বিকাল ৫টার দিকে রাজশাহী জেলার চারঘাটের নাওদাপাড়া গ্রাম থেকে আজগরকে আটক করে র্যাব।
র্যাব অফিস সূত্রে জানানো হয়, সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস, এম, ফজলুল হক এর নেতৃত্বে শনিবার (২৩ জানুয়ারি) বিকাল ৫টায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন নাওদাড়া গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ইউসুফপুর সিপাইপাড়ার আকবর আলীর ছেলে আজগর আলীকে ৫০০গ্রাম গাঁজা ১টি মোবাইল ফোন, ২টি সিম কাড, ১টি মেমোরী কার্ডসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত আলামত গাজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়াছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার চারঘাট থানায় মামলা রুজু করা রয়েছে।