নাটোরে বাংলাদেশ কেমিস্টিস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২২ এপ্রিল) বিকালে নাটোর শহরের সাহারা চাইনিস রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ কেমিস্টিস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নাটোর জেলার সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেমিস্টিস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নাটোর জেলার সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম বেন্টু, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
উপ-পরিচালক মো. আলমগীর হোসেন, ড্রাগস সুপার শরিফুল ইসলাম। এছাড়াও ইফতার মাহফিলে বাংলাদেশ কেমিস্টিস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন মো. গোলাম মোস্তফা।